নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

আরো পড়ুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১১।

শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে, দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশুটি চুরি যায়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ইউনিটের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

চুরি যাওয়া শিশুর মা জান্নাতুল ফেরদৌস (১৯), তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস তার দুই মাস সাত দিনের শিশু আব্দুর রহমান এবং তার মা তাজনাহার বেগমকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ান।

এ সময় কালো বোরকা পরিহিত ৪৫ বছর বয়সী এক অপরিচিত নারী, যার সঙ্গে ৬-৭ বছর বয়সী একটি মেয়ে ছিল, জান্নাতুলের কাছে এসে শিশুটিকে কোলে নিতে চান এবং তাকে টিকিট কাটতে বলেন। সরল বিশ্বাসে জান্নাতুল ওই নারীর কোলে শিশুটিকে তুলে দিয়ে টিকিট কাটতে যান।

কাজ শেষে ফিরে এসে তিনি ওই নারী ও তার সন্তানকে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করেন। পরে, শিশুটিকে না পেয়ে থানায় বিষয়টি জানান।

র‍্যাব দ্রুত অভিযান চালিয়ে রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে।

জাগো/রনি

আরো পড়ুন

সর্বশেষ