যশোরে প্রশাসনের অভিযানে নকল সার তৈরি ও প্যাকেজিং করে বাজারজাতকারী একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযানে কারখানাটির কার্যক্রম বন্ধ করে ১ লাখ টাকা জরিমানা আদায়সহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যশোর সদরের বাউলিয়া এলাকায় মামুন ব্রিকসের পাশে একটি অবৈধ সার কারখানা পরিচালিত হচ্ছে। এরপর যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দীন আহমেদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, ক্রপকো অ্যাগ্রোকেমিক্যালস বিডি লিমিটেড নামে অনুমোদনহীন একটি প্রতিষ্ঠান নকল সার তৈরি করে তা বাজারজাত করছে। এ সময় কারখানার ম্যানেজার ও কর্মচারীরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দীন আহমেদ জানান, প্রতিষ্ঠানটির কীটনাশক ও ছত্রাকনাশক বিক্রির অনুমোদন থাকলেও তারা ব্যারেলে আনা কাঁচামাল আলাদাভাবে প্যাকেটজাত করে নিজের কোম্পানির নামে বাজারে সরবরাহ করছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় কারখানার মালিক উপস্থিত ছিলেন না।

