নিজস্ব প্রতিবেদন

মানববন্ধনে শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি সচেতন নাগরিকরাও অংশ নেন এবং একাত্মতা প্রকাশ করেন।
জাগো/মেহেদী

