যশোর প্রেসক্লাবের সামনে ধর্ষণবিরোধী মানববন্ধন

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদন

ধর্ষকের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” এই প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে যশোর প্রেসক্লাবের সামনের প্রাঙ্গণ। আব্দুর রাজ্জাক কলেজের সাধারণ শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে মানববন্ধন করেছেন।482425768 1163182611976696 7454791790091622805 n.jpg? nc cat=104&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=eXjsZdNCWgYQ7kNvgH3IAaa& nc oc=AdiTmoXiiyhYvKGBwts5Nh4Ck7CPuHNbw6pm92fPUSgPilWJFjf6UZkFVKiZM lrcnY& nc ad=z m& nc cid=0& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

মানববন্ধনে শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি সচেতন নাগরিকরাও অংশ নেন এবং একাত্মতা প্রকাশ করেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ