মধ্যরাতে ছাত্রীদের মিছিলে উত্তাল ঢাকা উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আরো পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাগুরায় ৮ বছরের এক শিশুর ধর্ষণের ঘটনায় এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন। ৮ মার্চ রাতে কবি সুফিয়া কামাল হল থেকে ছাত্রীরা মিছিল নিয়ে রোকেয়া হলের সামনে জড়ো হন, যেখানে অন্যান্য হলের শিক্ষার্থীরাও অংশ নেন। তারা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

এই বিক্ষোভের ধারাবাহিকতায় ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। রোববার রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংগঠনটি ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানিয়েছে। তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের আদালতে উপস্থাপনের আল্টিমেটাম দিয়েছে এবং তা পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে।

এছাড়া, সারাদেশে অব্যাহত হত্যা, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ও বামপন্থি সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে এসব বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ব্যর্থতার কথা উল্লেখ করেন। বিক্ষোভ শেষে রাত আড়াইটার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

 

আরো পড়ুন

সর্বশেষ