নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট

আরো পড়ুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থী, শাহরীন রহমান, ক্যাম্পাসের আবাসিক হলে রাতভর শারীরিক নির্যাতনের শিকার হন। এই ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানাসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত হয়েছিল ২০২৪ সালের ৩ জুন, যখন ফুটবল খেলার সময় দুই সিনিয়রের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি হয়। এরপর, ৫ জুন গভীর রাতে অভিযুক্তরা শাহরীনকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে, যার ফলে তিনি জ্ঞান হারান। পরে, বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান এবং তিনি থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে, এবং তারা সবাই যবিপ্রবির শিক্ষার্থী ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

 

আরো পড়ুন

সর্বশেষ