যশোরের সদর ও চৌগাছা উপজেলায় পৃথক দুই ঘটনায় জমি ও পারিবারিক বিরোধের জেরে দুইজন খুন হয়েছেন।
যশোর সদরে চাচাতো ভাইদের হামলায় নিহত ৬০ বছরের বৃদ্ধ
যশোর সদর উপজেলার যোগীমাঠপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম ধানের ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে তার চাচাতো ভাইরা অতর্কিত হামলা চালায় এবং কোদালের আঘাতে গুরুতর আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন, “অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
চৌগাছায় ছেলের হাতে বাবার খুন
এর আগে, শনিবার ভোরে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের হাতে খুন হন শরিফুল ইসলাম (৪২)। ঘটনাটি ঘটে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে ভোর সাড়ে ৪টার দিকে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ছেলে রিমন (২২) তার বাবাকে হত্যা করে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের পর ঘাতক ছেলে পলাতক রয়েছে।
উভয় ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করছে।
জাগো/ মেহেদী হাসান

