ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ভারতীয় মদ ও ৬ জন আটক

আরো পড়ুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৫৮ বিজিবি। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় এক ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মাঠিলা সীমান্তের একটি বাঁশবাগানের পাশ থেকে মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। একই সময়ে শ্রীনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে আরও ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন।

অন্যদিকে, পলিয়ানপুর সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে পারাপারের সময় এক ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেন পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ