যশোরে যুবদল নেতার ওপর হামলা, পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

আরো পড়ুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এনাম গাজী (২৮) নামে এক যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার ডান পায়ের রগ কেটে দেয় এবং পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একতাপুর গ্রামের হাসান আলী গাজীর ছেলে এনাম গাজী বুধবার (গতকাল) সন্ধ্যা ছয়টার দিকে নওয়াপাড়া কাঁচাবাজারে বাজার করতে গেলে একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। তারা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয় এবং পরে পেটের বাম পাশে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় এনামকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান জানান, এনাম গাজী নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি দাবি করেন, এনামের সঙ্গে প্রতিপক্ষ একটি গ্রুপের দীর্ঘদিনের শত্রুতা ছিল, যা এই হামলার কারণ হতে পারে।

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ