ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার গনি সাইকেল স্টোরের মালিক ওসমান গনির ছেলে আহসানুল ইসলাম অর্কিড (৩২) যশোরে আগুনে দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার সকাল ৭টার দিকে যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে তারা বটতলা মসজিদের কাছে তবির বাড়ির সামনে মোটরসাইকেলে বসা এক যুবককে এক নারীর সঙ্গে কথা বলতে দেখেন। কিছুক্ষণ পর হঠাৎ তারা দেখেন, যুবকের শরীরে আগুন জ্বলছে, তবে সেখানে নারীটি নেই। স্থানীয়রা দৌড়ে গিয়ে তার শরীরের আগুন নেভান। তারা ঘটনাস্থলে একটি বোতল পড়ে থাকতে দেখেন, যাতে অকটেন ছিল বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, যুবক নিজেই শরীরে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।
পরিবারের অভিযোগ
অর্কিডের পরিবারের দাবি, তিনি কালীগঞ্জ কাঁঠালবাগান এলাকার মনিরুজ্জামানের স্ত্রী তারিন খাতুনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক মাস আগে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন এবং এরপর থেকে পলাতক ছিলেন। দুজনই আগেই বিবাহিত এবং তাদের আলাদা সংসার ও সন্তান রয়েছে।
পরিবারের অভিযোগ, তারিন খাতুন অর্কিডকে মীমাংসার কথা বলে যশোরে ডেকে নিয়ে আসেন এবং পরিকল্পিতভাবে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। দগ্ধ অবস্থায় অর্কিড নিজেই একটি ভিডিও রেকর্ডিংয়ে বিষয়টি জানান।
স্থানীয়রা খবর দিলে অর্কিডের স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করেন। তবে ভয়ের কারণে যশোরের কোনো হাসপাতালে চিকিৎসা না করিয়ে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অর্কিডের শ্বাসনালির ৮০ শতাংশ পুড়ে গেছে, যা তার জীবন সংকটাপন্ন করে তুলেছে।

