যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ব্যবহার করে এক যুবতীকে অপহরণের চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন সাগরপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম।
মামলার আসামিরা হলেন যশোর সদর উপজেলার হালসা গ্রামের তাইজেল ঢালীর ছেলে জাহিদুল ইসলাম, তার ভাই আসাদুল ইসলাম, বোন রত্মা খাতুন এবং গালদা গ্রামের মিজানুর রহমানের ছেলে ফারুক হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণীতে বাদী জানান, তার মেয়ে রুপমা খাতুনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন জাহিদুল ইসলাম। এর আগে একবার জাহিদুল তার মেয়েকে অপহরণ করেছিল, তবে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি সকালে বাদী তার মেয়েকে সাইকেলে করে প্রাইভেট পড়াতে নিয়ে যাওয়ার সময় সাগরপুর মাঠের পাশে একটি অ্যাম্বুলেন্স এসে তাদের পথ রোধ করে। এরপর জাহিদুল ও আসাদুল বাদীর গলায় ছুরি ধরে তার মেয়েকে জোরপূর্বক অ্যাম্বুলেন্সে তুলতে চেষ্টা করে। মেয়েটি বাধা দিলে তাকে মারধর করা হয়।
এ সময় রাসেল নামে এক যুবক এগিয়ে আসলে আসামিরা তাকে ছুরিকাঘাত করে। পরে মেয়েটিকে গাড়িতে তুলতে গেলে তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে আসামিরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
বাদী পক্ষের আইনজীবী মীর ফিরোজ হাসান জানান, মামলা দায়েরের পর থেকে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদীকে হত্যার হুমকি দিচ্ছে এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে বাদী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
আদালত বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

