মেহেরপুরের বামুন্দীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে ৮ লাখ টাকা চুরি

আরো পড়ুন

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে ৮ লাখ টাকার চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে দুর্বৃত্তরা ব্যাংকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এই চুরি সংঘটিত করে।

পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের বক্তব্য
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বামুন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গ্রিল ও ভল্ট কেটে টাকা চুরি হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান কাজল জানান, সোমবার দিনের কার্যক্রম শেষে ৮ লাখ ১০ হাজার টাকা ভল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মকর্তারা চলে যান। মঙ্গলবার সকালে ব্যাংকের ক্যাশিয়ার প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা অবস্থায় রয়েছে। দ্রুত ভল্ট কক্ষে গিয়ে দেখা যায়, ভল্ট কেটে টাকা নিয়ে গেছে চোরেরা। একই সঙ্গে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ডিভিআরও নিয়ে গেছে তারা।

ব্যাংকের কার্যক্রম বন্ধ, মামলার প্রস্তুতি চলছে
ঘটনার পর নিরাপত্তার কারণে আজ ব্যাংকটির সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। পুলিশ চুরির রহস্য উদঘাটনে কাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ