যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজ বহিষ্কার

আরো পড়ুন

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন ইসলাম সবুজকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেছেন।

476499706 1311263313494835 2959494024955979426 n.jpg?stp=dst jpg p720x720 tt6& nc cat=104&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=xom0opmx5z0Q7kNvgGczHKi& nc oc=AdhYwEhy1HiGN5EE0qWXAYgMjCkzDViRahLaiPpaooS4KXhv 9PnRmGG3 AVA MyYB4& nc ad=z m& nc cid=0& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

এছাড়া, বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত শাওন ইসলাম সবুজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আটক
উল্লেখ্য, গত শনিবার (১ মার্চ) সন্ধ্যায় যশোর শহরের দড়াটানায় ল্যাব এইড হাসপাতালের সামনে এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে শাওন ইসলাম সবুজকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। এই ঘটনার পরই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

আরো পড়ুন

সর্বশেষ