যশোর সদর উপজেলার সুজলপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালানো হয়। এ সময় বাধা দিতে গিয়ে আব্দুল্লাহ পাপ্পু নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত আরিফুল ইসলাম তপুকে আটক করে। আটক তপু একই এলাকার তরিকুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণ
পুলিশ জানায়, অভিযুক্ত আরিফুল ইসলাম তপু দীর্ঘদিন ধরে একই এলাকার দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। শনিবার রাতে সে এক সহযোগীকে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে অপহরণের চেষ্টা চালায়।
এ সময় স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। প্রতিবেশী আব্দুল্লাহ পাপ্পু এগিয়ে গিয়ে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তপু তার পিঠে ছুরিকাঘাত করে। একই সঙ্গে তপুর সহযোগীর গাছি দা-এর আঘাতে তাহের আলী নামে আরেকজন আহত হন।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তপুকে আটক করে এবং তার বাড়ি থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করে।
এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং স্কুলছাত্রীর মা কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জাগো/মেহেদী

