নওয়াপাড়ার সাবেক মেয়র সুশান্ত কুমার দাস শান্তর দুর্নীতি ও অপরাধ ফাঁস

আরো পড়ুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার দাস শান্তর একটি পুরোনো জনসভার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ২০২৩ সালের ৩০ জুলাই নওয়াপাড়ায় আওয়ামী লীগের এক জনসভার।

ভিডিওতে মেয়র শান্ত বিএনপি ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কড়া বক্তব্য দেন এবং তাদের রাজপথ থেকে “উড়িয়ে দেওয়ার” আহ্বান জানান। তার কথোপকথন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ
ভিডিও ভাইরালের পর তার বিভিন্ন দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড সামনে আসে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান, তবে দেশত্যাগ করেননি বলে জানা গেছে।

বিভিন্ন সূত্র জানায়, ক্ষমতায় থাকাকালে মেয়র শান্ত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। তিনি নওয়াপাড়া পৌরসভার রাজঘাট এলাকায় একটি বিশাল অট্টালিকা গড়ে তোলেন এবং নওয়াপাড়া বাজারের খেয়াঘাট ও কালিবাড়ি এলাকায় একাধিক বাড়ি কেনেন। এছাড়া, বিভিন্ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।

নওয়াপাড়া রেলস্টেশনের পাশ দিয়ে থাকা মুহাম্মদ আলী শাহ সড়কের ড্রেন সংস্কারের নামে বড় দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রাজনৈতিক ও ব্যবসায়িক দাপট
নওয়াপাড়া পৌর বিএনপির সহসভাপতি সেলিম রেজা জানান, মেয়র শান্ত ক্ষমতায় থাকাকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি করেন। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তার চাঁদাবাজি ও মাস্তানির কারণে আহাদ সিমেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়।

এক ঠিকাদার জানান, আওয়ামী লীগ আমলে শান্ত ব্যাপক দুর্নীতি করেছেন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত তার সম্পদ ও কর্মকাণ্ডের তদন্ত করা।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা
অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন, সাবেক মেয়র শান্তর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ