যশোরে বাসের ধাক্কায় ডিবি কনস্টেবলের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

আরো পড়ুন

যশোরের চাঁচড়া চেকপোস্টে বাসের ধাক্কায় ডিবি পুলিশের কনস্টেবল মিটুল হোসাইনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার নিহতের স্ত্রী, পুলিশ কনস্টেবল মোছা. রিক্তা, এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চালককে আসামি করে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় মোছা. রিক্তা উল্লেখ করেন, তার স্বামী মিটুল হোসাইন ডিবি পুলিশে কর্মরত ছিলেন। গত ২৫ জানুয়ারি দুপুরে সন্দেহভাজন লোকজনের চলাচল নজরদারির জন্য তিনি চাঁচড়া চেকপোস্ট এলাকায় মোটরসাইকেলে অবস্থান করছিলেন।

এ সময় পালবাড়ি দিক থেকে আসা এসপি গোল্ডেন লাইনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬৪৮) বেপরোয়া গতিতে এসে পিছন থেকে মিটুল হোসাইনের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে বাসটি তার মোটরসাইকেলের ওপর দিয়ে চালিয়ে চলে যায়। এতে তার বা পা ভেঙে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিটুল হোসাইনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ফেব্রুয়ারি তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা দায়ের করেছেন, এবং পুলিশ মামলাটি তদন্ত করছে।

আরো পড়ুন

সর্বশেষ