পুলিশ প্রশাসন যশোর শহরের প্রধান সড়কের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের বের করে ফেলার লক্ষ্যে ব্যাপক অভিযান চালায়। পথচারীদের নিরাপদ চলাচলের সুবিধার্থে গতকাল সারাদিন ধরে এ অভিযান পরিচালিত হয়, যার নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী।
প্রত্যক্ষদর্শীদের মত, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর ২৫০ শয্যা হাসপাতাল মোড় ও কুইন্স হসপিটাল এলাকার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ কার্যক্রম চালায়। এ সময় ফুটপাতে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা দখলদারদের উচ্ছেদ করা হয়েছে, যা সাধারণ মানুষের সন্তুষ্টি নিয়ে এসেছে।
যশোর ট্রাফিক বিভাগের অফিসার্স ইনচার্জ মাহফুজ হোসেন জানান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিদ্দিকীর তত্ত্বাবধানে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মোড় ও কুইন্স হসপিটাল এলাকা, ওই অঞ্চলের ভৈরব হোটেল ও নিউ ভৈরব হোটেলের সামনের এলাকা, দড়াটানা থেকে গাড়িখানা রোড হয়ে চৌরাস্তা, কোতয়ালী থানার সামনে এবং বস্তাপট্টির দুই পাশের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের বের করে ফেলা হয়েছে। এই অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে কয়েকজনকে অর্থদণ্ডে শাস্তি প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিদ্দিকী জানান, ফুটপাত দখলের কারণে পথচারীরা রাস্তার উপর দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন, যার ফলে নিয়মিত বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এজন্য পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক ব্যবহারে সুবিধার্থে অভিযান অব্যাহত থাকবে।

