আরো পড়ুন

চুয়াডাঙ্গায়  দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে ভুট্টাক্ষেত থেকে গৃহশিক্ষক মাসুদ হাসানের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বদনপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি সকালে মাসুদ হাসান নিজ জমিতে সেচ দিতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করলে ভুট্টাক্ষেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, ব্যক্তিগত বিরোধ বা পারিবারিক কোনো বিষয় হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ