যশোরের সুশান্ত ধর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামির আত্মসমর্পণ

আরো পড়ুন

যশোর  শহরতলীর বিরামপুরে সংঘটিত সুশান্ত ধর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে তারা আত্মসমর্পণ করলে বিচারক এস. এম. নূরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন—সন্যাসী কুমার বিশ্বাস, তার মেয়ে ও নিহত সুশান্ত ধরের স্ত্রী ইতি রানী, এবং শাশুড়ি করুনা রানী। ২২ বছর আগে সুশান্ত ধর শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নির্মমভাবে খুন হন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর পূর্বপাড়ার কৃষ্ণপদ ধরের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর, গত ১৭ ফেব্রুয়ারি স্পেশাল জজ আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। পরে বৃহস্পতিবার তারা আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন

সর্বশেষ