শ্রদ্ধা ও ভালোবাসায় যশোরে ভাষা শহীদদের স্মরণ

আরো পড়ুন

যশোরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ বছর, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এর আগে, শহরের ফাতেমা হাসপাতাল মোড়ে অবস্থিত শহীদ মিনারটি কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে ব্যবহৃত হলেও, এখন থেকে এমএম কলেজের শহীদ মিনারকেই কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এছাড়া, চাঁদের হাট যশোরের উদ্যোগে ৫২শ’ মোমবাতি প্রজ্বালন, আলপনা আঁকা, আর্ট ক্যাম্প এবং চিত্র প্রদর্শনীর মতো বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ ও জাতীয় জীবনের সব অন্ধকার দূর করে নতুন আলোয় উদ্ভাসিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ বছর, যশোরের কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে সরকারি এমএম কলেজের শহীদ মিনারে সকল শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন।

আরো পড়ুন

সর্বশেষ