ফাল্গুনের আবহাওয়ায় বসন্তের রঙ ছড়ালেও এখনো ভোরের কুয়াশা বিদায় নেয়নি। দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও দেশের পাঁচ জেলার ওপর আজ সন্ধ্যার মধ্যে ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আগামী তিন দিন ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী,
- শুক্রবার (২১ ফেব্রুয়ারি): রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
- শনিবার (২২ ফেব্রুয়ারি): সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- রোববার (২৩ ফেব্রুয়ারি): রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে এই তিন দিনে রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় খুলনার কয়রায় ১৪ মিলিমিটার, মোংলায় ৬ মিলিমিটার এবং মাইজদীকোর্ট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা ও যশোরে সামান্য থেকে ১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

