শুক্রবার রাতে যশোর নগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় সম্মিলনী ইনস্টিটিউট মাঠে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র হরণ করেছিলেন, আর শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সেই গণতন্ত্র ফিরিয়ে দেন। তিনি নারীদের ক্ষমতায়ন ও নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল অপরিসীম। এই বিজয় ধরে রাখতে হলে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা সমাজে ফেরার সুযোগ না পায়।
তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং ২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শেখ রাশেদ আব্বাস রাজ। নারী সমাবেশটি পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।

