নড়াইল বিএনপি সম্পাদকের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

আরো পড়ুন

 নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন টার্মিনাল চত্বরে মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিল পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা কৃষকদলের আহ্বায়ক নবীর হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন, যুবদলের জেলা সভাপতি মশিয়ার রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুজ্জামান আমলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল কবীর চন্দন, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু, শিহাবুর রহমান শিহাব, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতা দেলোয়ার হোসেন অভিযোগ করেন, নড়াইল পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনে জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভোটারদের কাছ থেকে ৫ থেকে ২০ হাজার টাকা নিয়ে তার পছন্দের প্রার্থীদের বিজয়ী করেছেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান অভিযোগ করেন, মনিরুল ইসলামের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনা ও প্রভাব বিস্তারসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি অভিযোগ করেন যে কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তের ওপর গুলি করার মিথ্যা নাটক সাজিয়ে তাকে দল থেকে বহিষ্কার করিয়েছেন।

আলী হাসান বলেন, “আগামী ৫ ফেব্রুয়ারি জেলা কমিটির সম্মেলন সুষ্ঠুভাবে করতে হলে মনিরুলকে পদত্যাগ করতে হবে বা তাকে বহিষ্কার করতে হবে।”

এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, “নেতাকর্মীদের কাছে জনপ্রিয়তা না থাকায় নির্বাচনে পরাজিত কয়েকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। প্রকৃত নেতাকর্মীরা দলের মূল ধারার সঙ্গে রয়েছেন।”

এর আগে একই অভিযোগে গত রোববার দুর্গাপুর এলাকায় এক সংবাদ সম্মেলনে মনিরুল ইসলামের পদত্যাগ দাবি করেন নড়াইল পৌর বিএনপির সভাপতি পদে পরাজিত প্রার্থী আলী হাসান। গত ১৮ জানুয়ারি নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলররা ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।

আরো পড়ুন

সর্বশেষ