পিলখানা ট্রাজেডির বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর কারাভোগের পর মুক্তি পাওয়া ১৬৮ জন বিডিআর সদস্যকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন তাঁদের স্বজনরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়।
পরিবারের সদস্যরা ভোর থেকে কারাগারের সামনে ফুল হাতে অপেক্ষা করছিলেন। মুক্তি পাওয়া সদস্যদের দেখে অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়েন।
কারা সূত্রে জানা যায়, কাশিমপুর-১ কারাগার থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ১২ জন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন বিডিআর সদস্য মুক্তি পান।
স্বজনদের ভালোবাসা ও আনন্দঘন পরিবেশে তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো।
জাগো মেহেদী

