জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ছাত্রলীগের নেত্রী আফিয়া আনজুম রোরকাকে আটক করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, তিনি জুলাই গণহত্যার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।
আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, আফিয়া আনজুম রোরকা ক্যাম্পাসে প্রবেশ করলে তারা তাকে আটক করেন এবং তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ডাকার ব্যবস্থা করেন। পরে তাকে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জানা গেছে, প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অভিযোগ নিয়ে আলোচনা চলছে এবং পুলিশ ঘটনাস্থলে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, আফিয়া ছাত্রলীগ নেত্রী পরিচয়ে বিভিন্ন অপকর্মে জড়িত। তিনি শিক্ষার্থীদের নানা হয়রানি করতেন এবং ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে পোস্ট করে হুমকি দিতেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।

