নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১২টার দিকে বাজারের উত্তর পাশের একটি মুদি দোকানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। গভীর রাত হওয়ায় স্থানীয়দের প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রায় তিন ঘণ্টা ধরে চলা আগুনের তাণ্ডব শেষ পর্যন্ত হাতিয়া ফায়ার সার্ভিসের সহায়তায় কিছুটা নিয়ন্ত্রণে আসে।
আফাজিয়া বাজারের ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জানান, অগ্নিকাণ্ডে তিনটি চায়ের দোকান, দুটি মুদি দোকান, একটি কসমেটিক্স দোকান, একটি ফার্মেসি, একটি জ্বালানি তেলের দোকান, দুটি ফার্নিচার দোকান, দুটি সেলুন এবং দুটি মুদি দোকানের গোডাউনসহ মোট ১৪টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
বাবুল স্টোরের মালিক সুজন দেবনাথ বলেন, তার দোকানের পাশে থাকা মুদির গোডাউনে প্রায় কোটি টাকার মালামাল, যার মধ্যে বিড়ি, সয়াবিন তেল, সরিষার তেল এবং বিভিন্ন কনজিউমার আইটেম ছিল, সবকিছুই পুড়ে ছাঁই হয়ে গেছে।
হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে ততক্ষণে বিশাল ক্ষতি হয়ে গেছে।

