যশোরের শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে ভাইপো রাকিবকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টায় শংকরপুর সারগোডাউন মোড়ে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকায় পাঠানো হয়।
রাকিবের বাবা কাজী তৌহিদ জানান, রাতে বের হলে এলাকার কয়েকজন যুবক রাকিবকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত রাকিবকে হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগের ডাক্তার জোবায়ের জানান, রাকিবকে হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যেই ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, রাকিবের অবস্থা গুরুতর না হলেও তাকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হয়নি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল বলেন, রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তিনি জানান, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, রাকিব ও অভিযুক্তরা মাদক ব্যবসা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছিল, যা এই হামলার কারণ হতে পারে।

