অভয়নগরে এক যুবককে পায়ের রগ কেটে দিলো সন্ত্রাসীরা

আরো পড়ুন

অভয়নগরে পূর্বশত্রুতার জেরে শাহ আলম মীর (৩৯) নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের শাহিনপাড়া এলাকায় এ হামলা ঘটে। আহত শাহ আলম ওই এলাকার মৃত আবুল মীরের ছেলে। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে এবং দু’পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, শাহ আলম পেশায় ট্রাক বাঁধার কাজ করতেন। ঘটনার দিন দুপুরে রশিদ নামে একজন তাকে ফোন করে ফজলু মৃধার ভাটার কাছে মেহগনি বাগানে ডেকে নেয়। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোভন বিশ্বাস জানান, শাহ আলমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পায়ে ও মাথায় গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ