যশোর নীলগঞ্জ এলাকার এক তরুণীকে ভিডিও কলে অনৈতিক ছবি ধারণ করে ব্ল্যাকমেইল

আরো পড়ুন

যশোর শহরের নীলগঞ্জ এলাকার এক তরুণীকে ভিডিও কলে অনৈতিক ছবি ধারণ করে ব্ল্যাকমেইল ও টাকা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী তরুণী গত ১৭ জানুয়ারি কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন, যেখানে আসামি হিসেবে অনিক কুমার বোস নামের এক যুবককে চিহ্নিত করা হয়েছে।

মামলার এজাহারে তরুণী উল্লেখ করেন, তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং ফেসবুকের একটি ভুয়া আইডি থেকে আসামি অনিক তার সঙ্গে যোগাযোগ শুরু করেন। কিছুদিন পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিডিও কলে কথা বলার সময় তরুণীকে অনৈতিক কাজ করতে বাধ্য করা হয় এবং সেগুলো গোপনে ধারণ করা হয়। ১৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে তরুণী জানতে পারেন, তার ছবি দিয়ে একটি ভুয়া ফেসবুক আইডি তৈরি করা হয়েছে। পরবর্তীতে, ১৪ জানুয়ারি, সেই ছবি শেয়ার করে আরও অনৈতিক কাজ করতে চাপ দেওয়া হয় এবং টাকা দাবির পাশাপাশি ছবিগুলি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেওয়া হয়।

এই ঘটনার পর তরুণী থানায় অভিযোগ দিলে পুলিশ মামলা গ্রহণ করে।

আরো পড়ুন

সর্বশেষ