সাকিব আল হাসানের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আরো পড়ুন

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, সাকিব আল হাসানের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে এবং তার বিপরীতে দুটি চেক ইস্যু করে। তবে, পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি ডিজঅনার হয়, যার মোট পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ টাকা।

473442818 595057363239824 1306673244264944884 n.jpg? nc cat=100&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=EDSIY8wjsK4Q7kNvgErv7Qx& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

আদালত আগামী ২৪ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন।

Mehedi Hasan

আরো পড়ুন

সর্বশেষ