পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে ৭৭ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। এটি ঘটেছে ১৯ জানুয়ারি, ২০২৫ সালে, যখন একটি ট্যাঙ্কার উল্টে গিয়ে রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা কয়েক মুহূর্তের মধ্যে জ্বালানি সংগ্রহের চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণটি উত্তর-মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় ঘটে, যেখানে উল্টে যাওয়া ট্যাঙ্কারের জ্বালানি আশপাশে ছড়িয়ে পড়েছিল। এই ধরনের বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা নাইজেরিয়ায় সাধারণ ঘটনা, যেখানে খারাপ রাস্তা এবং অযত্নে রাখা যানবাহনের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।
গত মাসগুলোতে নাইজেরিয়ায় এমন বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে একটি ছিল ডেল্টা প্রদেশে, যেখানে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হয়। এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে উত্তরাঞ্চলে একই ধরনের দুর্ঘটনায় অন্তত ১৫৩ জন নিহত হয়।