যশোরে দিনের আলোয় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের হয়েছে এবং এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার দুপুরে শহরের বেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শামীম ইসলাম নামে এক যুবককে একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে। তারা শামীমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে এবং তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় শামীমের বোন শিউলী বেগম কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় লুৎফর হোসেন নাথুরের ছেলে পাপ্পু, বাবু, ইসমাইল হোসেনসহ আরও কয়েকজনকে আসামী করা হয়েছে।পুলিশ ইতোমধ্যে পাপ্পুকে গ্রেফতার করেছে।
জাগো/মেহেদী

