বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার

আরো পড়ুন

নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৪পরিবারের মাঝে গরু,ছাগল, ভ্যানগাড়িসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূরসোনাপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সদস্য শাহাদাত হোসেন সোহরাওয়ার্দী। এ সময় ছাগল ২০টি, সেলাইমেশিন ২টি, গরু ২টি, ডেউটিন ৯ বান, ভ্যানগাড়ি ১টি, নগদ ৩০ হাজার টাকা ও মুরগির বাচ্চা ১০০টি বিতরণ করা হয়।    472488207 530431630153877 7632542271952280633 n.jpg? nc cat=106&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=1mCQLuiXObEQ7kNvgENHWjx& nc zt=23& nc ht=scontent.fjsr17 1উল্লেখ্য,ফাউন্ডেশনের সাথে একসাথে ভাল বিনোদন, ভাল আশা এবং একটি ভাল ভবিষ্যত স্লোগানে জাপান প্রবাসী বাংলাদেশীদের এবং জাপানিজদের সমন্বয়ে গঠিত রেজিস্ট্রার্ড সংস্থা বাংলাদেশ ফাউন্ডেশন জাপান। বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের উদ্দেশ্য হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও জাপানের জনগণকে অর্থনৈতিক ও শারীরিক সহায়তা প্রদান করা এবং উভয় দেশের সীমানা ও ক্ষেত্র অতিক্রম করে বিভিন্ন কোণ থেকে সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে অবদান রাখা। বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ় করা এবং দৈনন্দিন জীবন, কল্যাণ, শিক্ষা, চিকিৎসা সেবা, পরিবেশ, দু

র্যোগ,কৃষি,পশুপালন, ছোট ব্যবসার পুঁজি দান, এবং অর্থনীতির মতো ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে উভয় দেশের টেকসই উন্নয়নে অবদান রাখা এবং সাহায্য সহযোগিতা করা।

নোয়াখালী প্রতিনিধি রনি

আরো পড়ুন

সর্বশেষ