টিউলিপ এইসব অভিযোগ গোপন করেছেন এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে মিথ্যা দাবি করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের তদন্ত চলছে বাংলাদেশ এবং যুক্তরাজ্যে।
অবশেষে টিউলিপের বিরুদ্ধে তীব্র চাপ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের বিরুদ্ধে দুর্নীতিতে সমর্থন দেয়ার অভিযোগ জোরালো হওয়ার পর টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হন। তার পদত্যাগের খবর বিবিসি প্রকাশ করে। এ ঘটনা ব্রিটেনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করেছে।

