অবশেষে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের বিতর্কিত সিটি মিনিস্টার এবং অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতিবিরোধী দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিক।

আরো পড়ুন

তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো সামনে আসে। অভিযোগ উঠেছে যে, তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা আবদুল মোতালিফের কাছ থেকে উপহার হিসেবে কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট নিয়েছেন। এছাড়া, তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তির নামে আ
462570943 1376153980036129 8383955347559758863 n.jpg? nc cat=107&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=RNxBXIt1R2oQ7kNvgHg4FZP& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

রও একটি ফ্ল্যাট উপহার দেয়া হয়, যা পরোক্ষভাবে টিউলিপ ব্যবহার করতেন।

টিউলিপ এইসব অভিযোগ গোপন করেছেন এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে মিথ্যা দাবি করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের তদন্ত চলছে বাংলাদেশ এবং যুক্তরাজ্যে।

অবশেষে টিউলিপের বিরুদ্ধে তীব্র চাপ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের বিরুদ্ধে দুর্নীতিতে সমর্থন দেয়ার অভিযোগ জোরালো হওয়ার পর টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হন। তার পদত্যাগের খবর বিবিসি প্রকাশ করে। এ ঘটনা ব্রিটেনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করেছে।

জাগো/ মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ