সন্ত্রাসী ও স্বৈরাচারের দোসরদের জায়গা এ দেশে হবে না ।রেজাউল করিম মল্লিক

আরো পড়ুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও স্বৈরাচারের দোসরদের এ দেশে কোনো জায়গা হবে না। তিনি বলেন, “কোনো আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা এবং ব্যক্তিগতভাবে আমি কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আইনের আওতায় গ্রেপ্তার করা হবে, আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের উত্তরে রেজাউল করিম মল্লিক জানান, আ

462583677 636220415506591 3367923358053668837 n.jpg?stp=dst jpg p280x280 tt6& nc cat=100&ccb=1 7& nc sid=9f807c& nc ohc=myFcu4fCqA4Q7kNvgEXHY3R& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

ইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, “কোনো সন্ত্রাসী আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক বা ইমন, তাদের আইনের আওতায় আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অবশ্যই তারা গ্রেপ্তার হবেন।”

সম্প্রতি এই দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। সর্বশেষ ইমনের বিরুদ্ধে এলিফেন্ট রোডে মাল্টিপ্লানের দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় এক নম্বর আসামি করা হয়।

রেজাউল করিম আরও বলেন, “কোনো চাঁদাবাজ বা ছিনতাইকারীর জন্য এই দেশে কোনো জায়গা হবে না। পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে। রাজধানীস

হ বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডিবি পুলিশ ঢাকা থেকে ২৭ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় বন্দুক, বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কোনো অপরাধীকে আইনের

 আওতায় আনতে আমি ব্যক্তিগতভাবে রক্তচক্ষুকে ভয় পাই না। যতদিন কাজ করব, ততদিন দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকব। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না।”

 

Mehedi Hasan

আরো পড়ুন

সর্বশেষ