১০ ট্রাক অস্ত্র মামলায় দ্বিতীয়বারও খালাস পেলেন বাবর

আরো পড়ুন

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে হাইকোর্ট থেকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

462577513 552969017709179 2359512105719621946 n.jpg?stp=dst jpg p280x280 tt6& nc cat=101&ccb=1 7& nc sid=9f807c& nc ohc=JTmPZmZ2wyEQ7kNvgFckk9s& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

 সুলতানা আক্তার রুবী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং আইনজীবী শিশির মনির।

এর আগে, গত বছরের ১৮ ডিসেম্বর এ

কই ঘটনার আরেকটি মামলায় বাবরসহ ছয়জনকে মৃত্যুদণ্ড থেকে খালাসের আদেশ দেন একই হাইকোর্ট বেঞ্চ।
জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ