ওসি পরিচয়ে চাঁদাবাজির সময় ছাত্রদল নেতা ধরা, গণধোলাই দিয়ে পদ থেকে বহিষ্কার

আরো পড়ুন

দিনাজপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়ে চাঁদাবাজির সময় ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক ও তার সহযোগী আপেলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনার পর শুক্রবার তাকে ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি, অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আব্দুর রাজ্জাকসহ তার সহযোগীরা চৈতু বর্মণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা এগিয়ে এসে রাজ্জাকসহ অন্যদের আটক করে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে। কোতয়ালী থানার ওসি জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ