মেহেরপুরে যুবদলের সভাপতির মরদেহ উদ্ধার

আরো পড়ুন

মেহেরপুরের গাংনী উপজেলায় ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের (৪৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার মইন উদ্দিনের ছেলে এবং গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। তিন মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফিরে আসেন।

গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম জানান, গত রাতে গাংনী বাজারে ছিলেন আলমগীর হোসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, ডিবি ওসি গোপাল কুমারসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল বলেন, “সহড়াবাড়িয়া-কামারখালী এলাকার কাঁচা রাস্তার পাশে এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে আছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

 

আরো পড়ুন

সর্বশেষ