স্কুলের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

আরো পড়ুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের ডিজিটাল বোর্ডে হঠাৎ ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি ভেসে ওঠায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিদ্যালয়ের ডিজিটাল বোর্ডে এই বার্তাটি দেখা গেলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে জানায়। ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ সার্ভারটি বন্ধ করে দেন। তবে কে বা কারা এই বার্তাটি প্রদর্শন করেছে তা এখনো অস্পষ্ট।

এ ঘটনায় উপজেলা প্রশাসন একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

এই ঘটনায় স্থানীয়রা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই একে উস্কানিমূলক কর্মকাণ্ড বলে মনে করছেন। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এই ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, মাগরিবের নামাজের আগে হঠাৎ করেই ডিজিটাল বোর্ডে এই বার্তাটি ভেসে ওঠে। তিনি এ ঘটনায় বিস্মিত এবং উদ্বিগ্ন।

 

আরো পড়ুন

সর্বশেষ