কুষ্টিয়ার মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বহলবাড়িয়া সেন্টার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন পথচারী গুরা সর্দার এবং ভ্যানচালক বিটু। তাদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, পাবনা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান একই দিকে চলমান একটি ভ্যান ও এক পথচারীকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর কাভার্ডভ্যানটি ভ্যানচালক ও পথচারীসহ সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
স্থানীয় বাসিন্দা অন্তর বিশ্বাস জানান, দ্রুতগতির কারণে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কারণ হয়েছে। এ বিষয়ে মিরপুর থানার ওসি জানান, কাভার্ডভ্যানটি এখনো ঘটনাস্থলে রয়েছে এবং নিহতদের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।