নড়াইলে শেখ রাসেল সেতুর উপর সময় টিভি সাংবাদি সৈয়দ সজিবুর রহমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করার ঘটনায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার উদাহরণ। সোমবার ত্রিশে ডিসেম্বর রাত 11:30 টার দিকে এই হামলার শিকার হান তিনি গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নড়াইলে সদর হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয় হাসপাতাল সূত্রে জানা যায় তার হাত পা এবং পেটে করে তারা জখম হয়েছে পেটের নাড়ি বেরিয়ে যাওয়ার প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে হামলার সময় আশপাশের লোকজন তারা চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে সজিবুর রহমান জানিয়েছেন লোহাগাঁড়ায় গ্রামে বাড়ি থেকে ফেরার পথে শেখ রাসেল সেতুর ওপার এই হামলা হয় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় পুলিশ এখন পর্যন্ত এই ঘটনার কারণ ও জড়িতদের সনাক্ত করতে পারেনি এ হামলায় ঘটনাই স্থানীয় সাংবাদিক মহলে খুব উদ্বেগ দেখা দিয়েছে অপরাধীদের দূরত্ব গ্রেপ্তার করে বিচারে আনা দাবি করেছে তারা