মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

আরো পড়ুন

বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর অভিযোগ করেছেন যে, তাদের ঢাকায় শান্তিপূর্ণ যাত্রাপথে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “অনেকেই আহত হয়েছেন, এবং এই আক্রমণ ফ্যাসিবাদী সরকারের দোসরদের কাজ।”

আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ দাবি করেছেন, হামলাটি পূর্বপরিকল্পিত। তিনি বলেন, “কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে।”

এদিকে, মোল্লাহাট থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং শিক্ষার্থীরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ