চ্যাম্পিয়ন দলের দুই জনকে নিয়ে যশোরে অনূর্ধ্ব-১৪ দল ঘোষণা

আরো পড়ুন

ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে যশোর জেলা। রোববার দল ঘোষণা করেন নির্বাচক প্যানেলের সদস্য এএফ মঈনুদ্দীন রোম, মাহতাব নাসির পলাশ, বিসিবির জেলা কোচ আজিমুল হক এবং দলের কোচ অমিত কুমার নয়ন। যদিও জেলা ক্রীড়া সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের নাম প্রকাশ করেনি।

নির্বাচকদের একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘোষিত দলে গত বছরের চ্যাম্পিয়ন দলের দুইজন খেলোয়াড় অন্তর্ভুক্ত রয়েছেন। অলরাউন্ডার আফিফ হাসান লিখন এবার দলের অধিনায়ক এবং জান্নাত জিহাদ সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এবারের দলে কোনো বাঁহাতি স্পিনার অন্তর্ভুক্ত নেই।

আগামী মঙ্গলবার মাগুরা জেলা স্টেডিয়ামে যশোরের প্রতিপক্ষ চুয়াডাঙ্গা জেলা। এর আগে সোমবার বিকেলে দলটি যশোর থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছেন কোচ অমিত কুমার নয়ন।

ঘোষিত দল:
আফিফ হাসান লিখন (অধিনায়ক), জান্নাত জিহাদ (সহঅধিনায়ক), সাজ্জাদুল ইসলাম স্বপ্ন, সাবিন ওহী, ফাহিম শাহারিয়া, আবু বক্কর সিদ্দিকী, ওলিদ, ওমর ফারুক, বিধি রঞ্জন মন্ডল, আরিয়ান রহমান, আদিয়ান হাসান, আব্দুল মাজিদ, ওরিদুল হাসান, সিয়াম হাসান, আবু হানি।

জাগো/মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ