কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আরো পড়ুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে বাবরা রেলগেটের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা আপ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও ছাই রঙের টি-শার্ট। স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

প্রশাসনের তৎপরতা

মোবারকগঞ্জ স্টেশনের উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ের কর্মরত ট্রলিম্যান আরিফুর রহমান জানান, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে যান এবং যশোর রেল পুলিশকে বিষয়টি জানান। রেল পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।

নিহত যুবক আরাফাত হোসেন কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার বাসিন্দা। তার পিতা শফি উদ্দিন।

এই মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে বলে রেল পুলিশ জানিয়েছে।

জাগো / মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ