কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে রুবিনা খাতুন (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
রুবিনা মেহেরপুর জেলার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে। তার স্বামী আলাল শেখ (৩০) মেহেরপুর জেলার রতনপুর গ্রামের বাসিন্দা। রুবিনা কুষ্টিয়া আদালতের জিআরও অফিসে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, কমলাপুর এলাকার একটি ভবনের তৃতীয় তলায় স্বামী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন রুবিনা। সন্তানরা নানা বাড়ি বেড়াতে যাওয়ায় বুধবার ছুটির দিনে স্বামী-স্ত্রী বাড়িতে ছিলেন। দিনভর রুবিনার সহকর্মীরা তার মোবাইলে কল করেও সাড়া না পেয়ে পাশের ফ্ল্যাটের এক প্রতিবেশীকে বিষয়টি জানান। প্রতিবেশীর মাধ্যমে রুবিনার স্বামী আলাল জানান, তিনি অসুস্থ থাকায় সকাল থেকেই রাগ করে ঘরের দরজা বন্ধ করে ছিলেন।
সন্ধ্যায় সহকর্মীরা এসে দরজা ভাঙার পর ফ্যানের সঙ্গে রুবিনার ঝুলন্ত লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

