মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামে তসলিমা খাতুন (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
নিহত তসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার বাসিন্দা এবং আব্দুল হান্নানের স্ত্রী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, নিহতের ছেলে রনি বুধবার রাতে মায়ের নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তদন্তে নামলে পুলিশ তসলিমার মরদেহ উদ্ধার করে এবং তা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তসলিমা খাতুন তার ভাইদের হাতে খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডের পরপরই তার ভাইদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, তারা ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দ্রুত সময়ের মধ্যেই হত্যার প্রকৃত কারণ ও দোষীদের শনাক্ত করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন নজরদারি বাড়িয়েছে।

