যশোরে চলতি বছরে নতুন করে ২৫ জন এইচআইভি এইডস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ১২ জন শিক্ষার্থী। এদের প্রত্যেকেই সমকামী বলে জানিয়েছেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ। গতকাল হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত একটি এইচআইভি এইডস বিষয়ক কর্মশালায় তিনি এ তথ্য তুলে ধরেন।
ডা. হারুন উল্লেখ করেন, পূর্বে শ্রমিক শ্রেণির মানুষের মধ্যে এই রোগ বেশি পাওয়া গেলেও, এবার প্রথমবারের মতো ছাত্রদের মধ্যে আক্রান্তের বিষয়টি সামনে এসেছে। তিনি সমাজে অনিয়ন্ত্রিত যৌনাচার এবং এর কারণে সৃষ্ট ভয়াবহতার ওপর জোর দিয়ে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ পুনর্গঠনের আহ্বান জানান।
কর্মশালায় জানানো হয়, দেশে বর্তমানে এইডস রোগীর সংখ্যা প্রায় ১৬ হাজার, যার মধ্যে ১০ হাজার রোগী পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছেন। ২০৩০ সালের মধ্যে ৯৫ শতাংশ রোগীকে চিকিৎসার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে পিএন প্লাস, আশার আলো সোসাইটি, এবং সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। বক্তারা সমকামীদের সংখ্যা বৃদ্ধির বিষয়টি এবং শিক্ষার্থীদের খোলামেলা চলাফেরার কারণে সমাজে তৈরি হওয়া ঝুঁকির কথা তুলে ধরেন। পাশাপাশি, এইডস আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে সামাজিক মেলামেশাকে উৎসাহিত করার পরামর্শ দেন, কারণ সঠিক চিকিৎসা পেলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম।
এইচআইভি এবং এইডস প্রতিরোধে আরও কার্যকর কর্মশালা আয়োজন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

