শার্শায় আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ কর্মী উজ্জল আটক

আরো পড়ুন

শার্শায় সন্ত্রাস ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত যুবলীগ কর্মী উজ্জল হোসেনকে ওয়ান শুটারগানসহ আটক করেছে স্থানীয় জনতা। বুধবার সকাল সাড়ে ১০টায় নাভারণ গরু হাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করা হয়।

উজ্জল উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের বাসিন্দা এবং শাহাদৎ হোসেনের পুত্র। এলাকাবাসীর অভিযোগ, তিনি সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো অপরাধে জড়িত। তাকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ও লালিত সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে জানা যায়।

পতিত আওয়ামী লীগ সরকারের সময় তার অপরাধমূলক কার্যকলাপে স্থানীয় ব্যবসায়ীরা জিম্মি ছিল। ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নাভারণ সমবায় সমিতির মার্কেটের এক দোকানিকে অর্থনৈতিক লেনদেন নিয়ে গালিগালাজ করেন উজ্জল। তাকে নিবৃত করতে কয়েকজন এগিয়ে এলে তিনি তাদের সাথে হাতাহাতিতে জড়ান। এসময় স্থানীয় জনতা তাকে আটক করে এবং তার কাছে থাকা একটি ওয়ান শুটারগান উদ্ধার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস জানান, “স্থানীয় জনতার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উজ্জল হোসেনকে অস্ত্রসহ আটক করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান।”

আরো পড়ুন

সর্বশেষ