যশোরের বাঘারপাড়া উপজেলায় ছুরিকাঘাতে আল আমিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায়। নিহত আল আমিন খুলনার পাইকগাছার বারইডাঙ্গা গ্রামের সোহরাব সর্দারের ছেলে।
ঘটনা বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, বাঘারপাড়ার সিটি ওয়ান ব্রিকসে কাজ করা নিয়ে সুপারভাইজারের সঙ্গে বিরোধ বাধে। যদিও তাৎক্ষণিকভাবে সুপারভাইজার বিষয়টি মীমাংসা করেন, এরপরেও সহকর্মী বাদশা আল আমিনের ওপর ক্ষুব্ধ হয়ে তাকে ছুরিকাঘাত করে।
আল আমিনকে রক্ষা করতে তার বাবা এগিয়ে গেলে বাদশা তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত দু’জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে আল আমিনের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকার পথে পদ্মা সেতুর কাছে তিনি মারা যান।
চিকিৎসকের বিবরণ
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সুইটি খাতুন জানান, আল আমিনের বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।নিহত আল আমিনের মরদেহ বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত বাদশাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে।

