যশোর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আজাহার হোসেন স্বপন এবং সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনিকে কারাগারে পাঠানো হয়েছে। তাদেরকে রোববার (২২ ডিসেম্বর) ডিবি পুলিশ আটক করে।
যশোর জেলা বিএনপি কার্যালয়ে আগুন ও লুটপাটের মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার যশোর সদর উপজেলার ২০ জন এবং অভয়নগরের ১০৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তাদের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি। এছাড়া যুবলীগ নেতা স্বপনও আদালত চত্বরে অবস্থান করছিলেন। আত্মসমর্পণ পর্ব শেষে বিকেলে স্বপন ও জনিকে ডিবি পুলিশ আটক করে বলে তাদের পরিবারের দাবি।
আটকের পর তাদের পরিবার দাবি করেছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তাদের আটক করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
উল্লেখ্য, যশোরের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই ঘটনা আরও উত্তেজনা তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।

