যশোরের চৌগাছায় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় বিএনপির পিতা-পুত্রসহ চার কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাদবিলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোরে স্থানান্তর করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের আবুল হোসেন (৫২) এবং তার তিন ছেলে মফিজুর রহমান (৩২), হাফিজুর রহমান (৩৫), এবং আজিজুর রহমান (৩০) কাদবিলা বাজার সংলগ্ন একটি পুকুরপাড়ে কথা বলছিলেন। এ সময় একই গ্রামের আওয়ামী সন্ত্রাসী লাল মিয়া, শাহিনুর রহমান শাহিন, মকবুল, দুলাল হোসেন, সোহেল এবং রুবেলসহ প্রায় ১২ জন তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। ধারালো রাম দা, হাসুয়া, ও গাছি দা দিয়ে হামলায় তারা গুরুতর জখম হন।
আহতদের অবস্থা
চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে মফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুলকার হোসেন জানান, আহতদের সবাই গুরুতর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
পুলিশের পদক্ষেপ
চৌগাছা থানার ওসি পায়েল হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অপূর্ব রায় মিত্র ও সোহেল নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মামলা হলে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের প্রতিক্রিয়া
এলাকাবাসী অভিযোগ করেন, আওয়ামী লীগ সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বিএনপির কর্মীদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। তারা দাবি করেন, যে সন্ত্রাসীরা মঙ্গলবারের হামলায় জড়িত, তারা পূর্বে বিএনপির দুই নেতা আব্দুর রহিম ও আব্দুল মমিনকে হত্যার মামলার আসামি।
এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, এবং সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

